SSC Case: 'প্রায় ৫ বছর পর SSC পরীক্ষা দিচ্ছি , প্রথম পরীক্ষা ভয় তো আছেই', বললেন পরীক্ষার্থী

ABP Ananda Live: প্রায় ৯ বছর পর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যেই, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসের নম্বরও দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

 

বিজেপি শাসিত একাধিক রাজ্য থেকে এসেছেন পরীক্ষার্থীরা, এরাজ্য়ে আজ বসবেন SSC পরীক্ষায়

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গের কোচবিহারে ধরা পড়েছে এমনই ছবি। প্রায় ৯ বছর পর রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কোচবিহার জেলার ৩০ টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। এদিন সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েছে কড়া নিরাপত্তা ব্য়বস্থা। পুলিশসূত্রে খবর, প্রতি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১জন পুলিশ আধিকারিক ও ৪ জন করে পুলিশকর্মী। 

আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম-দশমে শিক্ষকের শূন্যপদ: ২৩,২১২। পরীক্ষা কেন্দ্র: ৬৩৬, পরীক্ষার্থী: ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola