RG Kar News: রণক্ষেত্র আর জি কর, বিক্ষোভকারীদের ঢুকতে বাধা, ধস্তাধস্তি, পাল্টা কিল-চড়-ঘুষি!
Kolkata News: ডাক্তার খুনের প্রতিবাদে রণক্ষেত্র আর জি কর। বিক্ষোভকারীদের ঢুকতে বাধা, ধস্তাধস্তি। পাল্টা কিল-চড়-ঘুষি! টেনে হিঁচড়ে সরাল পুলিশ। জিবি মিটিংয়েও উত্তেজনা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ১৪ দিনের পুলিশ হেফাজত। আর জি করে উদ্ধার হোডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি। অপরাধের কথা স্বীকার করেও কোনও অনুতাপই নেই আরজি কর-কাণ্ডে ধৃতের! বলছেন, ‘ফাঁসি দিলে দিন’। ধৃত সিভিকের বিরুদ্ধে আরও কীর্তি প্রকাশ্যে। ডিউটি ছিল না আরজি করে, তাও কীভাবে সবার নজর এড়িয়ে লিফটে চেপে চারতলার সেমিনার রুমে? সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারির পরেও এখনও রহস্য।