Remal Cyclone: বেড়মজুরে বাঁধ ভাঙার আশঙ্কায় এলাকার মানুষ, চলছে মেরামতির কাজ | ABP Ananda LIVE
Continues below advertisement
রেমাল ঝড়ে বিপর্যস্ত জনজীবন। বেড়মজুরে বাঁধ ভাঙার আশঙ্কায় এলাকার মানুষ। বাঁশ দিয়ে চলছে বাঁধ মেরামতির কাজ। বাঁধ ভেঙে গেলে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ। ভেঙে পড়েছে বেশ কিছু মাটির বাড়ি। লেবুখালিতে উপড়ে পড়েছে একাধিক গাছ। লেবুখালি থেকে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে লেবুখালি থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল পরিষেবা শুরু হয়েছে। হিঙ্গলগঞ্জের কুমীরমারিতে ভেঙে গেল বাঁধ।
রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল। মৃতার বাড়ি মৌসুনি দ্বীপে। ঝড়ের জেরে গাছ পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
কলকাতা মেডিকেল কলেজ জলমগ্ন। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। হাসপাতালে যাতায়াতের লিফটও বন্ধ, চূড়ান্ত দুর্ভোগ।
Continues below advertisement