Remal Cyclone Update: রেমালের দাপটে ধস বাঁধে, আতঙ্কে ঘুম উড়েছে উপকূলে। ABP Ananda Live
ঝড় আসে, ঝড় যায়। কিন্তু এই মানুষগুলোর জীবনে বদল আসে না! সেই দুর্বল নদী বাধ। সেই বাধ ভাঙা নিয়ে আতঙ্ক। রেমাল চলে গেলেও, আতঙ্ক পিছু ছাড়ছে না কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা, মথুরাপুরের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। যদিও, দুর্বল নদীবাঁধ নিয়ে তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি।
উপকূল এলাকায় ধ্বংসলীলা চালিয়ে এখন শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal Cyclone Update)। তবে, রেমালের (Remal Cyclone Update) দাপটে, ধস নেমেছে একাধিক নদী ও সমুদ্র বাঁধে। কাকদ্বীপের মহকুমার বিস্তীর্ণ এলাকা, যেমন সাগর, নামখানা, পাথরপ্রতিমা, মথুরাপুর,...বিভিন্ন অংশে দেখা দিয়েছে নদীবাঁধে ফাটল, কোথাও জলে ভেসে গেছে বাঁধের মাটি, যে কোনও মুহূর্তে গ্রামে জল ঢোকার আশঙ্কা। আতঙ্কের প্রহর গুণছে বাসিন্দারা। ঘূর্ণিঝড় আসে, যায়, এদের আতঙ্কের ছবিটা বদলায় না। তার ওপর সামনে বর্ষা। এই পরিস্থিতির জন্য় তৃণমূল সরকারের দিকেই আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব।