Remal Cyclone: চলছে রেমাল দুর্ভোগ, তুমুল বৃষ্টি-ঝোড়ো হাওয়া, কী পরিস্থিতি ঝড়খালির? | ABP Ananda LIVE

Continues below advertisement
রেমাল দুর্ভোগ চলছে। রাজ্যজুড়ে বিপর্যস্ত জনজীবন। গতকাল রাত থেকেই তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। অনেক রাতের দিকে বৃষ্টি প্রায় কমে গেলেও জলমগ্ন এলাকা। সকাল থেকে ফের খারাপ হচ্ছে পরিস্থিতি। কী অবস্থা ঝড়খালির?
 
কলকাতা মেডিকেল কলেজ জলমগ্ন। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। হাসপাতালে যাতায়াতের লিফটও বন্ধ, চূড়ান্ত দুর্ভোগ।
 
রেমালের জেরে প্রবল বৃষ্টি, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল। জল জমায় মেট্রো পরিষেবা ব্যাহত। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে নিউ গড়িয়া থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। 
 
রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল। মৃতার বাড়ি মৌসুনি দ্বীপে। ঝড়ের জেরে গাছ পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram