Remal Cyclone: রেমালের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি, লেকটাউনের রাস্তায় গোড়া থেকে উপড়ে পড়ল বিশাল গাছ | ABP Ananda LIVE

Continues below advertisement
রাতেই আছড়ে পড়েছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। জায়গায় জায়গায় ভেঙে পড়ল গাছ। লেকটাউনের বনফুল আবাসন সংলগ্ন রাস্তায় গোড়া থেকে উপড়ে পড়েছে বিশাল গাছ। রাতেই শুরু হয় উদ্ধারকাজ।
 
আছড়ে পড়ল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। জায়গায় জায়গায় ভেঙে পড়ল গাছ।  

সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে চলবে ভারী বৃষ্টি। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। লেকটাউনে কী প্রতিক্রিয়া দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু?
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram