Suvendu Adhikari: 'বাঁশটা কিন্তু ভোটারদের চিনিয়ে দিলেন..', সৌগতর জলমগ্ন এলাকা পরিদর্শন নিয়ে খোঁচা শুভেন্দুর
Continues below advertisement
ABP Ananda LIVE: রেমাল নিয়ে এবার রাজনীতির ঝড় । সৌগত রায়ের জলমগ্ন এলাকা পরিদর্শন নিয়ে খোঁচা শুভেন্দুর । '১৫ বছর ধরে সাংসদ, ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছেন' । 'ভোটের আগে বেহাল নিকাশির জেরে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে খোঁচাচ্ছেন' । 'বাঁশটা কিন্তু ভোটারদের চিনিয়ে দিলেন, ১ জুন আপনার জন্য তোলা থাকল' । এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর
দুর্যোগের মাঝে একটু স্বস্তির খবর। দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা যত গড়াবে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। তবে এক রাতেই তছনছ শহর ও জেলার বিভিন্ন এলাকা। জল থৈ থৈ অবস্থা কলকাতা মেডিক্যাল কলেজে। অন্যদিনের মতোই আউটডোর চলছে নিয়ম মতো। তবে হাঁটু জল ভেঙে নির্দিষ্ট বিভাগে পৌঁছতে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে।
Continues below advertisement