Abhishek Banerjee: বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি, কী নির্দেশ দিল আদালত?

Continues below advertisement

বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি এবং বিচারপতি সিন্হার বেশ কিছু পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, এই মামলায় আদালতের ভূমিকা এবং তদন্তের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের বিষয়, সবটাই খতিয়ে দেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং চলতি বছরের ৫ অক্টোবর নির্দেশও দিয়েছে। এই আদালতও এবিষয়ে ৮ ডিসেম্বর নির্দেশিকা জারি করেছে। তাছাড়া, তদন্ত চলাকালীন আদালত কখন হস্তক্ষেপ করতে পারবে, এবং আদালতের কী ভূমিকা হবে, সেই বিষয়ে আগেই আইন খতিয়ে দেখে স্পষ্ট ব্যাখ্যা-সহ সুপ্রিম কোর্টের অনেক রায় আছে। নির্দেশে শীর্ষ আদালতের বিচারপতিরা জানিয়েছেন, আদালতের রায়টাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ সব পক্ষই আদালতের নির্দেশ মানতে বাধ্য। এই প্রেক্ষাপটে আমরা আবেদনকারীর আবেদন সম্পর্কে কোনও নির্দেশ দিচ্ছি না। এরপরেও আবেদনকারীর যদি কোনও ক্ষোভ থাকে তাহলে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর আইনজীবীদের অভিমত, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ ও মন্তব্য নয়, শুধুমাত্র সিঙ্গল বেঞ্চের লিখিত নির্দেশ বা রায় মেনে চলতে বাধ্য ইডি, এটাই সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram