Jibankrishna Saha: পুকুর থেকে উদ্ধার জীবনের জোড়া ফোনই কি নিয়োগ দুর্নীতির খনি?
পুকুর থেকে উদ্ধার জীবনের (Jibankrishna Saha) জোড়া ফোনই কি নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) খনি? ফোনের (Phone) ডেটা (Data) উদ্ধারের চেষ্টায় দিল্লি (Delhi) থেকে এল সিবিআইয়ের (CBI) টিম। 'তদন্তে সহযোগিতা করছেন না জীবন, দিচ্ছেন না কোনও প্রশ্নের উত্তর', ফোনের সূত্রেই নিয়োগ দুর্নীতির সূত্র পেতে মরিয়া সিবিআই, সূত্রের খবর।