Cyber Fraud: 'জিনের' নাম করে গভীর রাতে ফোন, 'প্রতারণার' নতুন ফাঁদে পড়ে সর্বস্বান্ত ওন্দার বাসিন্দা।ABP Ananda LIVE
Continues below advertisement
জিনের নাম করে গভীর রাতে ফোন। প্রথমে সাত ঘড়া মোহরের প্রলোভন ও পরে ভয় দেখিয়ে প্রতারণা। লোভের বশে প্রতারণার নতুন ফাঁদে পড়ে প্রায় তিন লক্ষ টাকা খুইয়েছেন বলে দাবি, ওন্দার এক ব্যক্তির। দ্বারস্থ হয়েছেন বাঁকুড়া সাইবার ক্রাইম থানার।
Continues below advertisement