Mid Day Meal: মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের | BanglaNews
Continues below advertisement
Mid Day Meal: শিক্ষকরা (Teachers) ভাল মাংসের (Good quality Meat) তরকারি আর সরু চালের ভাত খান। পড়ুয়াদের খাওয়ানো হয় মোটা চালের ভাত আর ছাঁট মাংসের (Poor quality Meat) তরকারি। এই অভিযোগে মালদার (Malda)লক্ষ্মীপুর কলোনিতে স্কুলের মধ্যে শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের। অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক (Head master)। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক (District magistrate)।
Continues below advertisement