DEV: তিনটি সরকারি কমিটি থেকে পদত্য়াগ দেবের, কোনও বিশেষ ইঙ্গিত? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: লোকসভা ভোটের (Loksabha Vote) মুখে, তিনটি সরকারি কমিটি থেকে দেবের (DEV) পদত্য়াগ, নানা জল্পনা উস্কে দিয়েছে। তার মধ্য়েই বুধবার, সোশাল মিডিয়ায় লোকসভার ছবি দিয়ে, দেব লেখেন, আর মাত্র কয়েকঘণ্টা। এটা কি বিশেষ কোনও ইঙ্গিত? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এপ্রসঙ্গে ধোঁয়াশা জিইয়ে রেখে দেবের প্রতিক্রিয়া, যা বলার, দলকে বলে দিয়েছি। ABP Ananda Live

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram