Soham Chakraborty: 'কোনও অভিযোগ নেই বলে থানায় নিয়ে গিয়ে লিখিয়ে নিয়েছে পুলিশ', অভিযোগ আক্রান্ত রেস্তোরাঁ মালিকের
নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)। সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন। সোহম অবশ্য ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করার কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে সহমত নন রেস্তোরাঁর মালিক।
যাঁর রেস্তোরাঁয় শ্যুটিং, তাঁকেই পেটালেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক!
মাটিতে ফেলে লাথি, কলার ধরে চড়!
নিউটাউনে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মার তৃণমূলের অভিনেতা, বিধায়ক সোহমের
আইন ভাঙলেন খোদ আইন প্রণেতা!
রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল
চড়াও হন তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষীরা
হোটেলের মালিককে ঘুষি-লাথি মারেন সোহম, স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে
মারধরের কথা স্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সোহম
'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলায় চড়'
ঘটনা প্রকাশ্যে আসার পর সাফাই তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহমের
'কোনও অভিযোগ নেই বলে থানায় নিয়ে গিয়ে লিখিয়ে নিয়েছে পুলিশ'
স্থানীয় থানার বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত রেস্তোরাঁ মালিকের
'রেস্তোরাঁর মালিক নিজেই লিখেছেন, কোনও অভিযোগ নেই'
পাল্টা দাবি পুলিশ সূত্রের