Kolkata Book Fair: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কলমে ফুটে উঠল সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামের কথা

ABP Ananda Live: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কলমে ফুটে উঠল সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামের কথা। ইতিমধ্য়েই ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা বই 'বিশ্বায়ন ও সুন্দরবন'। যে বইতে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন জগন্নাথ মাহাতো এবং রাকেশ শাসমল।

 

'হাসিনার আমলে বিরোধিতা করলেই রাখা হত এই টর্চার সেলে..', ভয়াবহ সেই 'আয়নাঘরে' প্রবেশ ইউনূসের

 একদিকে যখন নারী নির্যাতন বন্ধের লক্ষ্য়ে একজোট সকলেই, তখন মহম্মদ ইউনূসের জমানায়, বাংলাদেশে হিনদুদের ওপর অকথ্য় নির্যাতনের ছবি ইতিমধ্য়ে সামনে এসেছে।বেছে বেছে হামলা চালানো হয়েছে বাড়ি-ঘর, দোকানপাটে। যার তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। 

পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে। যখন যা ইচ্ছা তাই করছে তারা। হিন্দুদের ওপর আক্রমণ করছে। আবার মাজারও ভাঙছে!কখনও বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে। কখনও অভিনেত্রীদের শো রুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা রীতিমতো সোশাল মিডিয়ায় ঘোষণা করে, ক্রেন-বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে।  আগুন দিচ্ছে। লুঠ করছে। শেখ হাসিনার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশজুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়িতে হামলা করছে ।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola