RG Kar News: দ্রোহের আলো কর্মসূচি থেকে ফেরার পথে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ
ABP Ananda Live: দ্রোহের আলো কর্মসূচি থেকে ফেরার পথে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ। এক্সাইড মোড়ে হামলার অভিযোগ। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে কয়েকজন হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। গাড়ি ধাওয়া করে এক্সাইড মোড়ে এসে আটকানো হয় রাস্তা।
'সরানোর পরেও কেন ওয়েবসাইটে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি? সরানোর পরেও কেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি?দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ সত্ত্বেও কেন এখনও বিতর্কিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা জ্বলজ্বল করছে?', প্রশ্ন তুলে সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি। আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি । কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি।
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder