RG Kar News: মামলা চালাতে FD ভাঙতে চান সন্দীপ, CBI রিপোর্ট চায় হাইকোর্ট। ABP Ananda Live
Sandip Ghosh: মামলা চালাতে FD ভাঙতে চান সন্দীপ, CBI রিপোর্ট চায় হাইকোর্ট। সন্দীপ ঘোষের আবেদন নিয়ে CBI রিপোর্ট চাইল আদালত। 'আর্থিক সঙ্কটে থাকার দাবি করে FD ভাঙতে অনুমতি চেয়ে আবেদন'। ফিক্সড ডিপোজিট ভাঙাতে আদালতের কাছে আবেদন করেন সন্দীপ। ৩০ অক্টোবরের মধ্যে CBI-কে পার্টি করে রিপোর্ট দিতে বলল হাইকোর্ট। কোনও আপত্তি আছে কিনা, জানতে চেয়ে CBI রিপোর্ট তলব আদালতের।
আরও খবর, ফের খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি। এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। গতকাল মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গেল মানিকচক থানার IC সুবীর কর্মকারকে। এমনকী, আব্দুর রহিম বক্সীকে মালতিপুরের বিধায়ক না বলে জেলা সভাপতি বলে উল্লেখ করেন পুলিশ আধিকারিক। মন্তব্য করতে চাননি মানিকচক থানার IC. এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএমের কটাক্ষ, পুলিশ আছে বলেই তৃণমূল আছে, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। তৃণমূলের সাফাই, দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল।