RG Kar Case: 'রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত ছবি দেখেছি', ক্ষোভ উগরে দিলেন অনিকেত মাহাতো
ABP Ananda LIVE : আর জি কর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাঁর নাম ছিল আর জি কর মেডিক্য়াল কলেজে। অথচ তাঁকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিক্য়াল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত ১১ ডিসেম্বর,সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে, অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? তিনি বলেন, 'আমি একজন ডাক্তার, চিকিৎসা পরিষেবা দিতে চাই। রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত ছবি দেখেছি। এখনও আমি পোস্টিংয়ের নির্দেশিকা পাইনি।'
ভোটার তালিকায় 'গরমিল', সাসপেন্ড ৪ সরকারি অফিসার, FIR-এর নির্দেশ কমিশনের
ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিক ও ১ কর্মীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এই এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে। ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ৪ আধিকারিক ও ১ কর্মীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ দেওয়া হয়েছে।