RG Kar Case: অ্যাকাডেমি থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল কংগ্রেসের। ABP Ananda Live
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে তুলকালাম। অ্যাকাডেমি থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল কংগ্রেসের। আরজি কর-কাণ্ডের (RG Kar incident) প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও। বাঁকুড়ায় বিজেপির বিডিও অফিস ঘেরা, ব্যারিকেড ভাঙার চেষ্টা। পাঁশকুড়াতেও বিজেপির বিডিও অফিস ঘেরাও ঘিরে তুলকালাম। পোলবাতেও বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযানে উত্তেজনা। 'আর জি কর মেডিক্যালের অ্যাকাডেমিক ফান্ডের টাকা যেত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে', আর্থিক অনিয়ম মামলায় আলিপুর আদালতে দাবি করল সিবিআই। 'সরকারি দফতরের স্ক্রুটিনি অগ্রাহ্য করে অ্যাকাডেমিক ফান্ডের টাকায় মেটানো হত ঠিকাদারদের বিল', এর আগে অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন আখতার আলি। সন্দীপের বিরুদ্ধে একই অভিযোগে টালা থানার দ্বারস্থ হয়েছিলেন আরও একজন। সেই সময় টালা থানা ক্লিনচিট দিয়েছিল সন্দীপ ঘোষকে।