RG Kar Case: 'আর কবে?..' RG কর-কাণ্ডে প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেনাকর্তাদেরও

Continues below advertisement

RG Kar Protest: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তনী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার,ক্যাপ্টেনরা। একসময়ে দেশের জন্য প্রাণ বাজি রেখে লড়েছেন। এবার এক মেয়ের প্রাণ হারানোর প্রতিবাদে এবং তার বিচার চেয়ে রাস্তায় নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। একটা সময় দেশের নিরাপত্তার জন্য যাঁদের হাতে থাকত অস্ত্র। এখন তাঁদের হাতেই প্ল্যাকার্ড, গলায় স্লোগান। দাবি একটাই - চিকিৎসককে ধর্ষণ-খুনের সুবিচার। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার মিছিল করলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা। কারও হাতে জাতীয় পতাকা। তো কারও হাতে We want justice লেখা প্ল্যাকার্ড। কোনও প্ল্যাকার্ডে আবার লেখা রবীন্দ্রনাথের বাণী। তো কোনওটায় লেখা- আর কবে? সেই সঙ্গে মুখে মুখে স্লোগান। ABP Ananda LIVE

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram