RG Kar: কর্মবিরতিকে ঢাল করে স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দিকটা আড়াল করা হচ্ছে: অনিকেত মাহাতো

Continues below advertisement

ABP Ananda Live: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক হল না। এরপরই নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, ''কর্মবিরতিকে ঢাল করে স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দিকটা ঢাকা হচ্ছে। এটা প্রকাশ্য দিবালোকে চলে এসেছে। আর আটকানো যাবে না।'' নবান্নে ২ ঘণ্টা জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করলেও ভেস্তে গেল বৈঠক। বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না রাজ্য সরকার। নবান্ন থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, এখনও নবান্নেই অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা। 'ওরা বিচার চায় না, চেয়ার চায়, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না। আমি জানি, অনেকে আলোচনায় রাজি ছিলেন। দু-একজনের জন্য বৈঠক হচ্ছে না, বাইরে থেকে তাঁদের কাছে নির্দেশ আসছে'' প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram