Swasthya Bhavan Abhijan: 'আমরা জানতে চাই স্বাস্থ্য ভবন দুর্নীতির ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছে', সরব জুনিয়র ডাক্তাররা
Continues below advertisement
করণাময়ী থেকে মিছিল এগোচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। বিশাল জমায়েত জুনিয়র ডাক্তারদের
মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন। কর্মবিরতি শেষ করতে এবার জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার বিকেলের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। পাল্টা রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। যদিও এই চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কোনও মানুষ পরিষেবা না পেয়ে মারা গেলে লক্ষ্য রাখতে হবে। অনেকে এখানে কাজ করছে না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে। এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। আমি এখনও চাই না কারও বিরুদ্ধে কোনও অ্যাকশন নিতে'। এখনও চাই কথা বলে বিষয়টার মীমাংসা করতে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।
Continues below advertisement
Tags :
Junior Doctors Protest RG Kar Protest RG Kar Incident RG KAr News RG Kar Case RG Kar Lady Doctor Murder Swasthya Bhavan Abhijan