RG Kar Case: টালা থানার ওসি-র বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা

Continues below advertisement

 RG KAr Case: টালা থানার ওসি-র বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা। ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আর জি কর-কাণ্ডে ৩ দিনের সিবিআই হেফাজতে অভিজিৎ মণ্ডল। 

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের ডাক। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি মুখ্যসচিবের। ভাগ করা হবে বৈঠকের লিখিত কার্যবিবরণী, উল্লেখ চিঠিতে।  এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের। এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের।  এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন।

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায় ধৃত, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক সব অভিযোগ তুলল সিবিআই। দুর্নীতির পর ধর্ষণ-খুনের মামলায় শনিবার। সিবিআই গ্রেফতার করে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। এই ওসি-কে হেফাজতে চেয়ে, রবিবার সিবিআই যে রিমান্ড লেটার আদালতে পেশ করে, সেখানেই তাঁর বিরুদ্ধে চাঞ্চল্য়কর সব অভিযোগ আনা হয়েছে। রিমান্ড লেটারে সিবিআই দাবি করেছে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সকাল ১০.০৩-এ প্রাক্তন অধ্য়ক্ষের থেকে ঘটনার খবর পেয়েছিলেন। কিন্তু, তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোননি। এরকম একটা বীভৎস অপরাধের খবর পেয়েও তিনি ঘটনাস্থলে পৌঁছোন একঘণ্টা পর সকাল ১১টায়। ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram