RG Kar Case: ২টি বাড়ি, ক্যানিংয়ের বাংলোর পর জোড়া ফ্ল্যাট! আর কত সম্পত্তি রয়েছে সন্দীপের? ABP Ananda Live

বেলেঘাটা, নিউটাউনে বাড়ি। ক্য়ানিং-এ বাংলোর পর এবার বেলেঘাটায় আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্য়াটের হদিশ মিলল বেলেঘাটায়। একই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। সূত্রের খবর, বেশকয়েক বছর আগে ২টি ফ্ল্যাটই একসঙ্গে কেনা হয়েছিল। দুটিরই মালিক সন্দীপ ঘোষ। 

বেলেঘাটায় বাড়ি, ক্যানিং-এ সুবিশাল বাংলো, নিউটাউনে ৩ তলা বাড়ির পর, আরজি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ মিলল। বেলেঘাটা আইডির ঠিক বিপরীতের গলি, এখানেই খোঁজ মিলল সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের। ২৫ অগাস্ট, আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তে একেবারে সাঁড়াশি অভিযানে নামে সিবিআই। একসঙ্গে ১৫টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, বেলেঘাটার পাশাপাশি, এখানেও আসে CBI.  একই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ১৪০০ স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই তিনতলায়। সূত্রের খবর, বেশকয়েক বছর আগে ২টি ফ্ল্যাটই একসঙ্গে কেনা হয়েছিল। দুটিরই মালিক সন্দীপ ঘোষ। গ্যারাজে একটি দামি গাড়িও রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola