RG Kar Protest:আর জি কর কাণ্ডের বিচার চেয়ে নবান্ন অভিযানে ধুন্ধুমার, অভয়ার মায়ের হাত ধরে টান পুলিশের
ABP Ananda LIVE : বিক্ষোভ শুরু করেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা জানিয়েছেন, আহতদের বেশ কয়েকজনকে রেলের বিআর সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন আবার ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। তাঁর অভিযোগ, আন্দোলনে যোগ দেওয়ায় বহু জনকে আঘাত করা হয়েছে। আহত হয়েছেন বিধায়করা। নির্যাতিতার মা-বাবাকেও মারা হয়েছে। ডোরিনা ক্রসিংয়েও উত্তেজনা ছড়ায় । ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, তাঁদের দু'জনকেই মারা হয়েছে ধর্মতলায়। ' আমাকে মারা হয়েছে। এই আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। এই কপালে মারা হয়েছে। এই পিঠে মারা হয়েছে। রাস্তায় ফেলে রীতিমতো আমাকে ৪-৫ জন পুলিশ । কেন আমাকে মারা হল? কেন মেয়েকে খুন করা হল তাঁর কাজের জায়গায়? কেন তখন প্রশাসন তৎপর হল না? প্রশ্ন তুলেছেন অভয়ার মা।