RG Kar Protest: দুর্গার ছবিতে আঁকা প্রতিবাদের বোধন, আরজি কর কাণ্ডে আন্দোলনের ক্যানভাস রাস্তা
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগলেন মানুষ। রাতভর ধর্নায় ছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক ও পড়ুয়ারা। এই আশ্বিনে দুর্গার ছবিতে আঁকা হল প্রতিবাদের বোধন।
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগেই ফের রাত দখল। কলকাতা থেকে জেলা। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন। গান-কবিতা, পথনাটিকা, রং-তুলি, মোমবাতি-মশাল জ্বেলে হল প্রতিবাদ। রাজপথ হয়ে উঠল ক্য়ানভাস। শহর থেকে শহরতলি ও জেলায় জেলায় প্রতিবাদে সামিল হলেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগলেন মানুষ। রাতভর ধর্নায় ছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক ও পড়ুয়ারা। এই আশ্বিনে দুর্গার ছবিতে আঁকা হল প্রতিবাদের বোধন।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আজ সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। আজ মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা।