RG Kar Case: সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ? রোগীদের ঝুঁকির মুখে ঠেলছেন কারা? ABP Ananda Live

Continues below advertisement

কখনও চুঁচুঁড়ার সরকারি হাসপাতাল থেকে SSKM-এ একসঙ্গে প্রসূতিরা অসুস্থ হয়ে পড়ছেন কিংবা তাদের মৃত্য়ু হচ্ছে। কখনও NRS-এ ভর্তি ক্য়ানসার আক্রান্তদের ক্ষেত্রে, আচমকা অবস্থার অবনতি হচ্ছে। একের পর এক সরকারি হাসপাতালের, এসব ঘটনায় বারবার উঠেছে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ। এরফলে বারবার প্রশ্ন উঠছে কোথাও কি সর্ষের মধ্য়েই ভূত রয়েছে? জেনেবুঝে রোগীদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে?

মানুষ হাসপাতালে যায় অসুখ সারাতে। কিন্তু, সেই হাসপাতালেই যে অসুখ শিকড় গেড়েছে, তা সারাবে কে? আরজি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের জঘন্য় ঘটনা, সরকারি স্বাস্থ্য়ব্য়বস্থার অনেকগুলো অন্ধকার দিক আমাদের সামনে এনে দিয়েছে। পর্দা উঠছে একের পর এক অভিযোগের ওপর থেকে। তার মধ্য়ে একটা হল---দিনের পর দিন সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহ। জুলাই মাসে হুগলির চুঁচুঁড়ায়, সরকারি হাসপাতালে সিজারের পর একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন প্রসূতি। তার মধ্য়ে একজনের মৃত্য়ুও হয়। আচমকা প্রসূতিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে SSKM এবং উলুবেড়িয়ার হাসপাতালেও এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। কিন্তু, বারবার এরকম ঘটনার কারণ কী? চিকিৎসকদের একাংশের মতে, সরকারি হাসপাতালে যে বিনামূল্য়ের ওষুধ দেওয়া হয়, তার খারাপ মানের জেরে এমনটা হয়ে থাকতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram