RG Kar Case: আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড় !

RG Kar Case  Sandip Ghosh Slapped : কোর্টে ঢোকার আগে চোর চোর স্লোগান, বেরোতেই সপাটে চড়! আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়! নিজাম প্যালেসের সামনে সন্দীপকে দেখেই চোর চোর স্লোগান। কোর্টে পেশের সময়েও সন্দীপকে দেখে আইনজীবীদের বিক্ষোভ। প্রায় ১৫০ ঘণ্টা জেরা, গ্রেফতার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। দেহরক্ষী, মেডিসিন সাপ্লায়ার-সহ সন্দীপের ৩ ঘনিষ্ঠও গ্রেফতার । সন্দীপকে দেখেই কোর্টের বাইরে-ভিতরে আইনজীবীদের স্লোগান। 'যা তথ্যপ্রমাণ আছে, তা যাচাই করতে দীর্ঘ জেরা প্রয়োজন। জেরায় আরও জট খুলতে পারে, মিলতে পারে মূল অপরাধের সূত্র। যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ছাড়া বাকি ৩জন বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার। সন্দীপ ঘোষ-সহ ৪জনকে হেফাজতে চেয়ে সওয়াল সিবিআইয়ের , জামিন চাইলেন ৩ ঘনিষ্ঠ, চাইলেন না সন্দীপ ঘোষ । ৩ ঘনিষ্ঠ-সহ সন্দীপ ঘোষের ৮দিনের সিবিআই হেফাজত। ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola