RG Kar Case: 'জাস্টিস ফর আর জি কর..', প্রতিবাদে নামল স্কুলের প্রাক্তনী, শিক্ষক, শিক্ষিকারা
RG Kar Case: আর জি কর মেডিক্য়াল কাণ্ডের ঘটনায় সুবিচারের দাবিতে রাজ্য়-জুড়ে চলছে প্রতিবাদ। শনিবার সেই একই দাবিতে পথে নামলেন বিভিন্ন স্কুলের প্রাক্তনী, শিক্ষক, শিক্ষিকারা। অন্য়দিকে প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন প্রতিবাদীরা। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে রাজপথে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। মুখে মুখে ফিরছে একটাই স্লোগান - জাস্টিস ফর আর জি কর। শনিবার, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পাটুলিতে আয়োজন করা হয় গণ আদালতের। সেই সময়ই পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতিবাদীরা।
শনিবার উত্তর ও মধ্য় কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা পথে নামেন বিচারের দাবিতে। মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে, শেষ হয় শ্য়ামবাজারে। মোট ২৮ টি স্কুল অংশ নেয় এই মিছিলে। এদিন পথে নেমে প্রতিবাদ জানান দক্ষিণ কলকাতার ২৭ টি স্কুলের প্রাক্তনীরা। এইট বি থেকে মিছিল শুরু হয়ে, শেষ হয় গড়িয়াহাটে। বিচারের দাবিতে মিছিলে অংশ নেন বিভিন্ন সকুলের শিক্ষক-শিক্ষিকারাও। আর জি করের ঘটনার প্রেক্ষিতে পথে নেমেছিলাম ১৪ তারিখ। আমরা সবাই রাস্তায় নেমেছি। শাস্তি চাই। ডায়মন্ড হারবার রোডের বেহালা ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ দেখান বিভিন্ন কলেজের পড়ুয়ারা। ABP Ananda LIVE