RG Kar Case: TMC-র নেতা-মন্ত্রীদের আক্রমণের মুখে জুনিয়র ডাক্তাররা , 'টাকার বিনিময়ে আন্দোলন হচ্ছে..'

Continues below advertisement

RG Kar Case: কেউ বলেছিলেন ডিস্কো-ড্যান্স করে আন্দোলন সফল হয় না। তো কেউ বললেন ভণ্ডামি, টাকার বিনিময়ে আন্দোলন হচ্ছে। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী থেকে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আক্রমণ থেকে সরে আসছেন না তৃণমূলের নেতা-মন্ত্রীরা। অন্যদিকে সিপিএম-বিজেপি-যোগের অভিযোগ তুলে আন্দোলনকারীদের আক্রমণ করলেন, মালদার তৃণমূলনেত্রী। ABP Ananda LIVE

আরও পড়ুন,আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায়, শনিবার তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে CBI। তাঁর বিরুদ্ধে, জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য় দেওয়া, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া, খবর পেয়েও একঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো, FIR-এ ১৪ ঘণ্টা দেরি, অথচ শেষকৃত্য়ে তাড়াহুড়োর মতো একের পর এক অভিযোগ তুলেছে CBI. ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্ত ডিসি ডিডি স্পেশাল বিদিত বুন্দেশ অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সহ একঝাঁক IPS অফিসাররা সেখানে গেছিলেন! ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram