RG Kar Case: সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর
Sandip Ghosh Suspend RG Kar Case: অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। সিবিআইয়ের হাতে গ্রেফতারির একদিন পরে সাসপেন্ড। আগেই সন্দীপের সাসপেনশনের দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তখন কর্ণপাত করেনি রাজ্য সরকার। সিবিআইয়ের গ্রেফতারির পরে চাপে পড়ে সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকেও বিতাড়িত সন্দীপ ঘোষ । সরানো হল মেডিক্যাল কাউন্সিলের প্যানেল ও এথিক্স কমিটি থেকে। সিবিআইয়ের গ্রেফতারির পরে অবশেষে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত।
আরজি করের ঘটনায় প্রতিবাদের ঢেউ বাংলায়। ৩ ঘনিষ্ঠ-সহ সন্দীপ ঘোষের ৮দিনের সিবিআই হেফাজত। নিজাম প্যালেসের সামনে সন্দীপকে দেখেই চোর চোর স্লোগান। কোর্টে পেশের সময়েও সন্দীপকে দেখে আইনজীবীদের বিক্ষোভ। প্রায় ১৫০ ঘণ্টা জেরা, গ্রেফতার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। দেহরক্ষী, মেডিসিন সাপ্লায়ার-সহ সন্দীপের ৩ ঘনিষ্ঠও গ্রেফতার। সন্দীপকে দেখেই কোর্টের বাইরে-ভিতরে আইনজীবীদের স্লোগান 'যা তথ্যপ্রমাণ আছে, তা যাচাই করতে দীর্ঘ জেরা প্রয়োজন। জেরায় আরও জট খুলতে পারে, মিলতে পারে মূল অপরাধের সূত্র। যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ছাড়া বাকি ৩জন বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার', সন্দীপ ঘোষ-সহ ৪জনকে হেফাজতে চেয়ে সওয়াল সিবিআইয়ের জামিন চাইলেন ৩ ঘনিষ্ঠ, চাইলেন না সন্দীপ ঘোষ। ABP Ananda LIVE: