ABP News

RG Kar: 'আমরা বিচার চাইতে গিয়েছিলাম, ওঁনার চেয়ার নয়', বার্তা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের

Continues below advertisement

''আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম। ওঁনার চেয়ারের কথা হঠাৎ কেন মনে পড়ে গেল। বিচারের দাবি চাইছি বলে ওঁনার চেয়ার কোনওভাবে নড়ে যাচ্ছে না তো? আমরা চেয়ার নিয়ে কোনওদিনও কিছু বলিনি। আগামীতেও বলব না। কিন্তু আমাদের মনে প্রশ্ন, আপনার চেয়ারের পায়া কোথায় আটকে আছে? কোন দড়ি দিয়ে বাঁধা?'', নবান্ন থেকে ফিরে এসে মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের পাল্টা বার্তা জুনিয়র চিকিৎসকদের। অনেক অসম্মান করা হয়েছে। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। ২ ঘণ্টার বেশি অপেক্ষা করেছি। আসেননি ডাক্তাররা। নেপথ্যে রাজনীতি। জুনিয়র ডাক্তারদের উপর দায় চাপিয়ে বললেন মুখ্যমন্ত্রী। কাজে যোগ না দিয়ে আন্দোলনে কারা? সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে  জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল স্বাস্থ্য ভবন। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram