RG Kar Case। নির্যাতিতার বাবা-মা সত্যি কথা বলছেন, বিশ্বাস করা উচিত, মন্তব্য রাজ্যপালের
নির্যাতিতার বাবা-মা সত্যি কথা বলছেন, বিশ্বাস করা উচিত, মন্তব্য রাজ্যপালের। এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর জি কর কাণ্ডে নিহত নির্যাতিতার বাবার। 'মেয়ের দেহ বাড়িতে আসার পর ঘরে ঢুকে টাকা দিতে চেয়েছিলেন ডিসি নর্থ। সেই সময় যা উত্তর দেওয়ার দিয়েছি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিথ্যে বলছেন', বিস্ফোরক অভিযোগ নিহত নির্যাতিতার বাবার। এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ডিসি নর্থ। লালবাজারের তরফ থেকে শুধু একটি ভিডিও দেওয়া হয়েছে। একই ভিডিও আবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও সাংবাদিকদের দেখিয়েছেন।
এই মুহূর্তের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
ঘরে ঢুকে টাকা দিতে চেয়েছিলেন ডিসি নর্থI ঘিরে রেখেছিল তিন থেকে ৪০০ পুলিশ। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হয়ে বিস্ফোরক নিহত নির্যাতিতার বাবা।
সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দেহ দাহ করতে প্রবল চাপ তৈরি করেছিল পুলিশ। চাঞ্চল্যকর দাবি পরিবারের। তড়িঘড়ি ময়নাতদন্ত নিয়েও প্রশ্ন।
সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের সম্মতিতেই। দেহ উদ্ধারের পরদিন PWD-কে লেখা সন্দীপ ঘোষের চিঠিতে উল্লেখ। সিদ্ধান্ত ছাড়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের উপরেই, দাবি স্বাস্থ্য ভবনের।