RG Kar Protest: কেন রাস্তায় নামবেন? জানালেন উষশী! কেন নিরাশ লগ্নজিতা? ABP Ananda Live
Continues below advertisement
আরজি কর কাণ্ডে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন একাধিক তারকা। রবিবার আমজনতার সঙ্গে পায়ে পা মিলিয়েছেন তাঁরা। অভিনেত্রী ঊষশী রায় বলেন, 'এই মুহূর্তে রাস্তায় নামা ছাড়া আমাদের হাতে তো কিছু নেই। আমরা তো নিজের হাতে আইন তুলে নিতে পারব না। তাই আমরা রাস্তায় নামব, প্রতিবাদ জানাব, চিৎকার করব। সাধারণ মানুষ হিসেবে এটুকুই আমাদের ক্ষমতা। আমাদের দেখে আরও ১০টা মানুষ এগিয়ে এলে ভাল।' শিল্পী লগ্নজিতা ছিলেন এদিনের মিছিলে, তিনি বলেন, 'সত্যিকার নিরাশাজনক। আমার পরিবারের লোকেরা, যাঁরা বয়সে বড় তাঁরা বোঝানোর চেষ্টা করেছেন যে আগেও একাধিক আন্দোলন হয়েছে, কিছুই হবে না। হয়তো সত্যি কিছুু হবে না। কিন্তু কিছু হবে না বলে বাড়িতে তো বসে থাকা হবে না।'
Continues below advertisement