RG Kar Case: 'অভয়ার মা-বাবা একবছর ধরে রাস্তায় ঘুরছে, এখনও পর্যন্ত বিচার পায়নি,' বললেন তামান্নার মা
ABP Ananda Live: 'আজ একবছর আগে হয়েছে অভয়ার মৃত্যু। অভয়ার মা-বাবা সেই একবছর ধরে রাস্তায় ঘুরছে, এখনও পর্যন্ত তাঁরা কেউ বিচার পায়নি। তাঁরা যদি আজকে বিচার পেত তাহলে আজ আমায় এখানে আসতে হত না। আমার তামান্না তাহলে আজকে হারাত না। আজ যদি ঠিকঠাক প্রশাসন বিচার করত তাহলে আজ আমাকে বিচারের জন্য এখানে আসতে হত না। আমার তামান্ন আজ বেঁচে থাকত', বললেন ভোট হিংসায় নিহত তামান্নার মা।
ফের একবার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা। আরজি কর কাণ্ডের এক বছর পর ঠিক ৯ অগাস্টই মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন মৃতা চিকিৎসকের মা-বাবা। সেই মিছিল ঘিরেই ধুন্ধুমার শহর জুড়ে। অভিযানে অভয়ার মা-বাবা , পরিবার ছাড়াও রয়েছেন সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকরা। দলীয় পতাকা ছাড়াই যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
নবান্ন চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে কোনও আন্দোলন করা যাবে না। আগেই জানিয়েছিল পুলিশ। তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে নবান্ন অভিমুখে যাত্রা করেছে একের পর এক মিছিল। পার্ক স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং, হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি , সব জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। লৌহকপাট সরিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মিছিল। সাঁতরাগাছিতে লোহার ব্য়ারিকেড শিকল দিয়ে বাঁধা। সেখানে ব্যারিকেডের উপরই উঠে পড়েছেন আন্দোলনকারীরা। পুলিশের তরফে ‘শান্তি বজায় রাখুন’, ‘ডোন্ট ক্রস লাইন‘ লেখা ব্যানার থাকলেও, সে-সব তোয়াক্কা না করেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলতে থাকে।