RG Kar News: আর জি কর আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের

ABP Ananda Live:  ৩ চিকিৎসকের পোস্টিং বিতর্কে আদালতে প্রশ্নের মুখে রাজ্য। পোস্টিং মেধাভিত্তিক, নাকি মর্জিমাফিক? সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে? প্রশ্ন বিচারপতি বসুর। আর জি কর আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের। ৩ চিকিৎসককে পোস্টিংয়ের সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা কীভাবে প্রমাণ করা হবে ? রাজ্যকে প্রশ্ন করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

 

 

গরমে অনশন মঞ্চে একাধিক শিক্ষক অসুস্থ, চাকরিহারাদের একাংশর বিধানসভা অভিযানের ডাক, শিক্ষামন্ত্রীকে দেওয়া হবে চিঠি

খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে (Khidirpur Fire Incident) ভস্মীভূত হয়ে গেছে প্রায় তেরোশো দোকান, বলে দাবি স্থানীয়দের। এদিন ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। সরকার নতুন বিল্ডিং করে দেবে। নতুন মার্কেট করে দেবে বিনা পয়সায়। তোমাদের পয়সা লাগবে না। দুই হচ্ছে  যতক্ষণ নতুনটা না হচ্ছে, আমরা অস্থায়ী মার্কেট তৈরি করে দেব।' যাদের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola