RG Kar Case: আর জি কর আন্দোলনের প্রতিবাদী তিন মুখের পোস্টিং অর্ডার ঘিরে তুঙ্গে বিতর্ক
ABP Ananda Live: আর জি কর আন্দোলনের প্রতিবাদী তিন মুখ দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়ার পোস্টিং অর্ডার ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। কাউন্সেলিংয়ের সময় পোস্টিং ছিল এক হাসপাতালে অথচ মেধাতালিকা বেরোতেই সেই হাসপাতাল বদলে যাওয়ায় প্রতিহিংসার অভিযোগ তুলছেন চিকিৎসকরা। এবিষয়ে আইনি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।
'আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি, এই ঘোষণা কত নম্বর প্ল্যানের অংশ?' মমতাকে খোঁচা শুভেন্দুর
"আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি... তৈরি আছে। আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন, তখন উল্লেখ করলেন না কেন যে, এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ?" মুখ্যমন্ত্রীর চাকরির-বিজ্ঞপ্তি ঘোষণার পর এই ভাষায়েই সোশাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। "যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তাঁরাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন তার কি গ্যারান্টি আছে?"-সহ তিন দফা প্রশ্নও তুললেন বিরোধী দলনেতা।
ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, "আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে, তবে আর কত দিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ চাকরিহারাদের ? আজ তাঁরা আপনার এই ঘোষণাকে ‘মৃত্যুপরোয়ানা' বলে উল্লেখ করেছেন।"