North 24 Parganas: ৭ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রাম
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহেই সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রামের রাজবাড়ি এলাকা। পুলিশের সামনেই অভিযুক্তের বাড়ি ও আত্মীয়র দোকান ভাঙচুর করল উত্তেজিত জনতা। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার বাড়িও ভাঙচুর করা হয়। চলল ব্য়াপক ইটবৃষ্টি। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। বিশাল পুলিশবাহিনী ও র্যাফ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্য়াসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে উদ্ধার করে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য়ার স্বামী বিষয়টি মিটমাট করিয়ে নিতে চেয়েছিলেন।
পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য। পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার, SSKM-এর চিকিৎসক বলে দাবি। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। লাল জামা পরা ব্যক্তি SSKM-এর PGT অভীক দে, পাল্টা দাবি IMA বেঙ্গলের। পড়ুয়াদের লেখা গ্রাফিতির উপরে সিভিক ভলান্টিয়ারের বাইক। তড়িঘড়ি সরাল পুলিশ। তুমুল বিক্ষোভ। অভিযুক্ত সিভিক ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে FIR। অবরোধ তুললেন প্রতিবাদীরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। 'দু-একজন সিভিক ভলান্টিয়ার খারাপ হতে পারে', বললেন ফিরহাদ হাকিম। খবর প্রকাশ্যে আসার আগেই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে এবং কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়া দরকার তা করেছে', মন্তব্য দেবাংশুর। ABP Ananda Live