Sagar Dutta Medical: কাউন্সিলের বৈঠকে ১০ দফার দাবি পেশ চিকিৎসকদের, না মানা পর্যন্ত কর্মবিরতি

Continues below advertisement

ABP ananda Live:গতকাল সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যু কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে।যেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ। সাগর দত্ত হাসপাতালে ইতি মধ্যে জুনিয়র ডাক্তারা কর্মবিরতি করতে শুরু করেছেন। এই নিয়ে যে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল তা শেষ হয়ে গিয়েছে। কাউন্সিলের বৈঠকে ১০ দফার দাবি পেশ করেছে চিকিৎসকরা। দাবি না মানা পর্যন্ত  কর্মবিরতি চলবে জুনিয়র ডাক্তারদের।বৈঠকে উপস্থিত আছেন জুনিয়র ডাক্তাররাও গতকালের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন।
নিরাপত্তা দিতে সংস্থার কর্মীরা ব্যর্থ হয়েছে বলেই মনে করছে কর্তৃপক্ষ।নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থাকে সরিয়ে দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা।জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী কর্তৃপক্ষ।

আরওখবর:আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথ দখলের ডাক। রাত দখল, ভোর দখল, মশাল মিছিলের পর ফের পথ দখলের ডাক। ১ অক্টোবর, মঙ্গলবার: বিকেল ৫টায় ৫৫টি সংগঠনের মিছিল। ২ অক্টোবর, মহালয়ার দিন, দুপুর ১টায় মহামিছিলের ডাক। 

আরওখবর:বন্যা দুর্গতদের ত্রাণ বিলি নিয়ে পাঁশকুড়ায় ধুন্ধুমার। তৃণমূলের উপপ্রধানের সঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্যের হাতাহাতি। ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ। 

আরওখবর:আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের পুজো-অনুদান নেবে না বলে ঘোষণা করল হুগলির বৈদ্যবাটির আরও একটি পুজো কমিটি। সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পর এবার বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনী। পুজোর বয়স ৮৮ বছর। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান নেবে না বলে জানিয়ে শ্রীরামপুরের মহকুমা শাসক ও শ্রীরামপুর থানায় চিঠি দিয়েছে পুজো কমিটি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram