RG Kar News:আর্থিক দুর্নীতি মামলায় আজ আলিপুরে বিপ্লব সিংহর জামিন আবেদনের শুনানি

Continues below advertisement

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় আজ আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে শুনানি।মেডিক্যাল সরঞ্জাম সাপ্লায়ার বিপ্লব সিংহর জামিন আবেদনের শুনানি হবে সিবিআইয়ের বিশেষ আদালতে।
সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব হাসপাতালের দুর্নীতি চক্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সিবিআইয়ের দাবি।

আরওখবর:আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদা আদালতে তোলা হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন আগেই জানিয়েছে সিবিআই। দু’জনের সম্মতি রয়েছে কি না, তা নিয়ে আজ শুনানি হবে। 

আরওখবর:মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍্ধ। কার্শিয়ং মোটর স্ট্যান্ডে উত্তেজনা, বন্‍ধ সমর্থনকারীরা রাস্তা আটকানোর চেষ্টা করলে, পুলিশ টেনে-হিঁচড়ে তাদের গাড়িতে তোলে। দার্জিলিঙের রোহিণী টোল প্লাজার সামনেও রাস্তা অবরোধ করেন চা শ্রমিকরা। সকাল থেকে পাহাড়ে রাস্তাঘাট শুনশান, যান চলাচল বন্ধ। চা বাগানগুলিতে বন্ধ কাজ।খোলেনি স্কুল-কলেজ। তবে জরুরি পরিষেবায় ছাড় রয়েছে। 

আরওখবর:আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের মামলার শেষ শুনানি হয়েছে গত ১৭ সেপ্টেম্বর। সেই শুনানিতে,আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের কাছেও বারবার নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। এই পরিস্থিতিতে নির্যাতিতার মা-বাবা থেকে আন্দোলনকারী চিকিৎসক, সাধারণ মানুষ, সবার নজর আজকের সুপ্রিম শুনানিতে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram