West Bengal News: পাহাড়ে চা শ্রমিকদের বনধ, পুলিশের সঙ্গে হাতাহাতিতে অশান্ত কার্শিয়াং
ABP Ananda:মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই পাহাড়ে চা শ্রমিকদের বন্ধ।বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, কার্শিয়ঙে উত্তেজনা।দাবি মতো পুজো বোনাস না মেলায়, আজ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা চা বাগান বন্ধ।বন্ধের ডাক দিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, গোর্খা জনমুক্তি মোর্চা, CITU, হামরো পার্টি-সহ ৮টি শ্রমিক সংগঠন।পাহাড়ের ৮৭টি চা বাগানের শ্রমিকদের এখনও পুজো বোনাসের নিষ্পত্তি হয়নি।গতকাল শিলিগুড়ির শ্রমিক ভবনে ফের ত্রিপাক্ষিক বৈঠক হয়।শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় হলেও, মালিক পক্ষ ১৩ শতাংশ বোনাস দেওয়ার কথা জানায়।এরপরই আজ পাহাড়ে চা বাগান বন্ধের ডাক দেয় শ্রমিক সংগঠনগুলি, এলাকায় যান চলাচল বন্ধ।
আরওখবর:আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদা আদালতে তোলা হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন আগেই জানিয়েছে সিবিআই। দু’জনের সম্মতি রয়েছে কি না, তা নিয়ে আজ শুনানি হবে।
আরওখবর:টোটো থেকে জোর করে নামিয়ে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। সুন্দরবন পুলিশ জেলার পাথরপ্রতিমা থানার সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। পাথরপ্রতিমা থানাতেই কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ার অমিতাভ বারুই। শনিবার নবীনবরণ উৎসব শেষে বাড়ি ফিরছিলেন পাথরপ্রতিমা কলেজের ওই পড়ুয়া। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার টোটো থেকে নামিয়ে তাঁর মোবাইল ফোন ও টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে।
আরওখবর:সাগর দত্ত মেডিক্যালের পর এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ। ফের ওয়ার্ডে ঢুকে রোগীর পরিবারের গুন্ডামি, জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগ। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।