RG Kar Doctor Death Case: 'সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়', বিস্ফোরক দাবি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার।
ABP Ananda LIVE: 'সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়'। 'ধনঞ্জয়কে ফাঁসিকাঠে ঝুলতে হয়েছে'। 'সঞ্জয়ের পিছনে আর কেউ আছে রি না, দেখতে হবে'। বিস্ফোরক দাবি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক-মহল। এই আবহে বিভিন্ন চিকিৎসক সংগঠন ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান। বৈঠকে বসার আহ্বান জানালেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। বৈঠকে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকও। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থা ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে এই বৈঠকে যোগ দেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আজ ওই সময়েই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে মিছিলের আয়োজন করা হয়েছে। এক চিঠিতে নিজেদের এই মনোভাবের কথা জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।