RG Kar News: 'যাঁর যে পরিষেবা দেওয়ার কথা, সে তাঁর পরিষেবা দিচ্ছেন না',ফের চিকিৎসকদের নিশানা অসিতের

Continues below advertisement

ABP Ananda Live: 'ডাকাত অর্থে বলছি বাড়ির দরজা-আলমারি ভাঙা নয়, ডাকাত অর্থ যাঁর যে পরিষেবা দেওয়ার কথা, সে তাঁর পরিষেবা দিচ্ছে না। একটা ডাক্তারের উচিত হাসপাতালে যে রোগীর অস্ত্রোপচার করা দরকার, সে হাসপাতালেই অস্ত্রপচার করবে। হাসপাতালে অস্ত্রোপচার না করে বলল ৩ মাস পরে অস্ত্রোপচার করব'। ফের চিকিৎসকদের নিশানা অসিত মজুমদারের।

 

নবান্নে বৈঠকের আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লাগাতার আক্রমণ করেই চলেছে তৃণমূল। কখনও সওকত মোল্লা , কখনও অসিত মজুমদার। সোমবার বিকেলেই নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক । তার আগে আবারও আন্দোলনরত চিকিৎসকদের নাম ধরে ধরে এবার আক্রমণ শানালেন কুণাল ঘোষ। সরাসরি দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নাম করে FIR করার কথা বললেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক। 

ফের কুণাল ঘোষের নিশানায় জুনিয়র ডাক্তাররা। বললেন, 'বাম-অতি বামের প্ররোচনায় যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য় জেদে ভেস্তে দিয়ে, স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে, বাংলার কোনও রোগীর ক্ষতি হলে, নিকটবর্তী থানায় যেন দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তবে কিঞ্জল নন্দ-র বিরুদ্ধে করবেন না। কারণ, ও ওদের সঙ্গে থাকলেও সূত্রের খবর বিশৃঙ্খলায় সহমত নয়। নবান্নে বৈঠকের আগে ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram