RG Kar News:পরপর তিন দিন CBI জিজ্ঞাসাবাদ ময়নাতদন্তকারী অফিসারকে,বিস্ফোরক অভিযোগ ময়নাতদন্ত ঘিরে

Continues below advertisement

ABP Ananda:পরপর টানা CBI জিজ্ঞাসাবাদ ময়নাতদন্তকারী চিকিৎসকে।ময়নাতদন্তের জন্য কেন এত তাড়াহুড়ো?নেপথ্যে কার চাপ?আর জি কর কাণ্ডে নেপথ্যে টানা তিন দিন জিজ্ঞসাবাদ ফরেন্সিক চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে।অপূর্ব বিশ্বাসের দাবি সেই দিন তাঁকে তাড়াহুড়ো ময়নাতদন্ত করতে চাপ সৃষ্টি করা হয়েছিল।সেই দিন দ্রূত ময়নাতদন্ত না করলে 'রক্ত গঙ্গা বইয়ে দেব' বলে হুমকি দেওয়া হয়েছিল তাঁকে।তাঁর দাবি এক্স কাউন্সিলার বলে একজন তাঁকে ময়নাতদন্ত করতে চাপ সৃষ্টি করছিলেন।তবে পাল্টা পানিহাটির প্রাক্তন কাউন্সিল জানায় ময়নাতদন্তকারী অফিসার অপূর্ব বিশ্বাসকে তিনি চেনেনইনা।

আরো খবর:ত্রাণের ত্রিপল বিলি নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। যে এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, সেখানে ত্রিপল বিলি না করে, তৃণমূলের এলাকায় তা বিলি করছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। অভিযোগ তুলেছেন গেরুয়া শিবিরের কর্মীরাই।ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরাও। ত্রিপল বিলি নিয়ে মন্তব্য এড়িয়েছেন বাঁকুড়ার বিধায়ক। বিজেপি জেলা সভাপতির সাফাই, ত্রাণ বিলিতে আমরা-ওরা করছে রাজ্য সরকার। তৃণমূলের কটাক্ষ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায়, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি।

আরো খবর:মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সরাল তৃণমূল। হাইকোর্টে মামলা হতেই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড তৃণমূলের। আবাস যোজনা থেকে সৌন্দর্যায়ন, পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ। জেলা পরিষদের জমি প্লট করে বিক্রির অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে। '৯ অগাস্ট বিভিন্ন দফতরে দুর্নীতির অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি', বাধ্য হয়ে ১০ সেপ্টেম্বর হাইকোর্টে মামলা, জানালেন অভিযোগকারী আইনজীবী। হাইকোর্টে মামলা হতেই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল।

ঘিরে বিস্ফোরক অভিযোগ

 

 

    

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram