RG Kar Protest Rally: আর জি কর মামলা নিয়ে ডাক্তার ও নার্সদের সিজিও অভিযান | ABP Ananda Live

ABP Ananda Live: আর জি কর মামলা নিয়ে ডাক্তার ও নার্সদের সিজিও অভিযান। সিবিআই দফতরের অভিযান ঘিরে কড়া পুলিশি নিরাপত্তাব্যবস্থা। গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।

 

আরজিকর মামলায় নির্যাতিতার মা বাবা ও আন্দোলনকারীদের প্রশ্নই এবার উঠে শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতির গলায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুললেন, সিবিআই কি মনে করছে, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ই কি একমাত্র নাকি আরও কেউ রয়েছে এই ঘটনার পিছনে? তিনি প্রশ্ন তুলেছেন, আরজি কর  মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের কি মনে হয়েছে কখনও যে , এটা গণ ধর্ষণের ঘটনা? এরকম একাধিক প্রশ্ন করা হল  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। 
 
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জিগ্যেস করেন, তদন্তের কোথাও গিয়ে কি সিবিআই-এর মনে হয়েছে, এটা একজনের কাজ নয় ? মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা? আর তেমনটা যদি মনে হয়ে থাকে, সেক্ষেত্রে সন্দেহভাজন কারা?  সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

সিবিআইকে আদালত প্রশ্ন করে, 'এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন ?'। তারা কি মনে করছে, 'সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?' সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন রেখেছেন, এটা কি শুধুমাত্র একটি গণধর্ষণের মামলা , নাকি এর সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের ঘটনাও জড়িত ? সিবিআইকে কেস 
ডায়েরি নিয়ে আসতে নির্দেশ দেন  বিচারপতি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola