
RG Kar Case:RG কর আন্দোলনের অন্যতম মুখকে বদলি,বর্ধমান থেকে দার্জিলিঙে বদলি চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে
ABP Ananda LIVE: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিঙে বদলি । প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়ামঞ্চের । স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিবকে ডেপুটেশন দিতে যেতে বাধা পুলিশের । দার্জিলিঙের টিবি হাসপাতালের সুপার পদে চিকিৎসককে বদলি । বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH টু পদে কর্মরত ছিলেন সুবর্ণ গোস্বামী । আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে পরিচিত মুখ ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী । শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চলবে, প্রতিক্রিয়া চিকিৎসকের । রুটিন বদলি, প্রতিক্রিয়া স্বাস্থ্য দফতরের।
একদিকে রামনমবমী ঘিরে যখন চড়ছে রাজনীতির পারদ, তখন বারুইপুরে বিজেপি ও তৃণমূলের টক্কর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো! ইট! পাথর ছোড়ার অভিযোগ করা হয়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাদের ট্র্য়াপে ফেলা হয়েছে। ১টা থেকে ৩টে কোনও কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন। তোলাবাজ অভিষেক, চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এটা করেছেন। আমাদের ট্র্য়াপে ফেলেছেন। উদ্দেশ্য় মেরে ফেলা। ২৬-এর আগে পথের কাঁটা সরিয়ে দাও। '
বুধবার বিজেপির কর্মসূচি ঘিরে বারুইপুরে এই তুলকালামকাণ্ডের রেশে বৃহস্পতিবার এসে পড়ল বিধানসভাতেও।বাজেট অধিবেশনের শেষ দিনে বারুইপুর নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা। ভিতরে-বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি।অধিবেশনের শুরু থেকেই বিধানসভার ভিতরে শুরু হয়ে যায় গন্ডগোল। চেয়ার ছেড়ে উঠে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।