RG Kar News: 'লড়াইয়ের ময়দানেই আছি, লড়াইয়ের ময়দানেই থাকব', মন্তব্য DYFI নেতা কলতান দাশগুপ্তর
ABP Ananda LIVE: 'রাস্তায় কী আন্দোলন হয়েছে তা আমার কাছে এসে পৌঁছায়নি। যে কমরেডরা রাস্তায় রয়েছেন তাঁরা যেকোনও আক্রমণের বিরুদ্ধে যেকোনও স্বৈরাচারের বিরুদ্ধে কমরেডরা লড়ে ঠিক রাস্তায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে এই ভরসা আছে আমার কমরেডদের ওপর আছে। আগামীদিনেও রাস্তায় আমরা লড়াই করব, প্রশাসন তার মতো করে লড়বে, আমরা প্রশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়ব', মন্তব্য কলাতন দাশগুপ্ত। অডিও ক্লিপ-কাণ্ডে গতকালই জামিন হয়েছিল। হাইকোর্টের নির্দেশে আজ মুক্তি পেলেন DYFI নেতা কলতান দাশগুপ্ত। এই মামলায় গতকাল পুলিশকে কার্যত তুলোধনা করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। কলতানকে জামিন এবং রক্ষাকবচ দিয়ে আদালত বলে, পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে।
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসতের তৃণমূল কাউন্সিলর। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কাউন্সিলর-সহ গ্রেফতার ৮ । ব্যবসায়ীকে অপহরণ করে ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। 'বারাসাতে ২ নং ওয়ার্ডে তৃণমূল কার্যালয় থেকেই অপহরণের ছক। ব্যবসায়ীকে অপহরণের মূল চক্রান্তকারী তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কাউন্সিলরের নির্দেশেই ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ চায় তাঁর শাগরেদ', কাউন্সিলরের ফোন থেকে উদ্ধার প্রচুর তথ্য, সিআইডি সূত্রে খবর