DYFI Protest: RG কর-কাণ্ডের প্রতিবাদে DYFI-র অভিযান। হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার
ABP Ananda LIVE: মীনাক্ষীর নেতৃত্বে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের অভিযান। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আরজিকর কান্ড এবং জেলা হাসপাতালে কিশোরী যৌন নির্যাতনের প্রতিবাদে ডি ওয়াই এফ আই কর্মীদের স্বাস্থ্য দপ্তর ঘেরাও। আজ বিকালে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম কর্মীরা মিছিল করে হাওড়া ময়দানে স্বাস্থ্য দপ্তরের অফিস ঘেরাও করে। আগে থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। পুলিশ রাফ কমব্যাট ফোর্সের পাশাপাশি রোবোকপ নামানো হয়। ময়দান চত্বরে বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়।
৯ সেপ্টেম্বর, সোমবার আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন, ৮ সেপ্টেম্বর, রবিবার ফের রাত দখলের ডাক। 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ৮ সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা। বাংলার সব গানে রাত দখলের পর এবার ভোর দখলের ডাক। ৯ সেপ্টেম্বর, সোমবার, আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির দিন ভোর দখলের ডাক। ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি।