RG Kar Doctor Death: সিঁথিতে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি

Continues below advertisement

ABP Ananda LIVE: সকাল ৬.৩০ সিঁথিতে সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোমে ইডির অভিযান। বৃহস্পতিবার সিবিআই তল্লাশি, এবার সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি-র ম্যারাথন তল্লাশি অভিযান। কলকাতা, হুগলি-সহ একযোগে ৬টি জায়গায় হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। বালিগঞ্জ সার্কুলার রোডের রাধা নিকেতন অ্যাপার্টমেন্টে মেডিক্যাল সরঞ্জাম ব্যবসায়ী সন্দীপ জৈনের অফিসে সকাল সাড়ে ৬টা থেকে  শুরু হয়েছে তল্লাশি। অ্যাপার্টমেন্টের একতলায় শ্রীযশ ট্রেডিং কোম্পানির ঝাঁ চকচকে অফিস, যার মালিক সন্দীপ জৈন। ইডি-র দাবি, এই সংস্থা আর জি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন ধরনের যন্ত্র সরবরাহ করত। তার সঙ্গে আর জি কর হাসপাতালে অক্সিজেন প্লান্টের রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব পেয়েছিল সন্দীপ জৈনের সংস্থা। ইডি-র দাবি, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ টাকার বিনিময়ে বেশ কিছু সংস্থাকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন। এর আগে লেকটাউনের কালিন্দীতে অক্টেন মেডিক্যালের মালিক, আরেক মেডিক্যাল সরঞ্জাম সাপ্লায়ার  দেবদত্ত চট্টোপাধ্যায়ের অফিসেও হানা দেয় ইডি। এরপর আজ সন্দীপ জৈনের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram