RG Kar News: প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ন কবীরের কথায় অস্বস্তি বাড়ল তৃণমূলের।

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তা দিয়েছেন। তার মধ্যেই এবার শাসক দলের বিধায়কের গলায় উৎসব বিমুখতা। প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ন কবীরের কথায় অস্বস্তি বাড়ল তৃণমূলের।

এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)গ্রামেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল(tmc inner clash)। নানুরের হাটসেরান্দি গ্রামে বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতির অনুগামীদের পেটানোর অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। একজন আহত হন। অনুব্রতর জেলযাত্রার পরেই হাটসেরান্দিতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গ্রামছাড়া হন। জেলমুক্তির পর অনুব্রত হাটসেরান্দি যান। ওইদিনই জেলা সভাপতিকে প্রণাম করে গ্রামে ফেরেন ঘরছাড়া তৃণমূল কর্মীরা। অভিযোগ, অনুব্রত ফিরে যেতেই তাঁর অনুগামীদের প্রথমে হুমকি ও পরে মারধর করা হয়। নানুর বিধানসভার দায়িত্বে রয়েছেন কাজল শেখ। জেলা রাজনীতিতে তিনি অনুব্রত-বিরোধী বলে পরিচিত। বিজেপির দাবি, তৃণমূল মানেই কাটমানির ভাগাভাগি নিয়ে কোন্দল। অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান স্বীকার করেছেন এটা দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram