RG Kar News: সন্দীপকে ঘিরে মহিলা আইনজীবীদের বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বের করল পুলিশ

Continues below advertisement

ABP Ananda LIVE: 'তিলোত্তমার রক্ত, হবে না ব্যর্থ', 'এত প্রটেকশন একটা ক্রিমিনালকে কীভাবে দেওয়া হয়?' প্রশ্ন আন্দোলনকারী মহিলা আইনজীবীদের । আলিপুর আদালতের এজলাস থেকে বের করার সময় সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চটি ছুঁড়লেন একজন মহিলা আইনজীবী।

সন্দীপকে ঘিরে মহিলা আইনজীবীদের বিক্ষোভ, ধেয়ে এল চটি! কোর্টে ঢোকার সময় চোর চোর স্লোগান, এবার চটি দিয়ে মারার চেষ্টা। আইনজীবীদের বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বের করল পুলিশ। সন্দীপ ঘোষ-সহ ৪জনের কাউকে হেফাজতেই চাইল না CBI! ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে দুর্নীতি, ৪জনেরই জেল হেফাজত। 'পরে প্রয়োজন হলে হেফাজতে চাওয়ার আর্জি জানানো হবে'। বিশেষ আদালতে জানালেন CBI-এর আইনজীবী । 'ভবিষ্যতে রায় কী হবে, তা এখন থেকেই ঠিক করতে চাইছেন?' 'তখন কী পরিস্থিতি হবে, সেই বুঝে নির্দেশ'। CBI আইনজীবীকে ফের ভর্ৎসনা বিশেষ আদালতের বিচারকের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram